রাজধানীর ওয়ারী থানাধীন নারিন্দা এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে মো. জুবায়ের হোসেন (১৬) নামের এক অটোরিকশা চালক আহত হয়েছেন।
তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) রাত সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের আনা হয়।
আহত অটোরিকশা চালকের ভাই আফজাল হোসেন জানান, রাত ১২টার দিকে অটোরিকশায় দুই যাত্রী ওঠেন। কিছুদূর যাওয়ার পরই তারা ছিনতাইকারী হিসেবে তার ভাইয়ের কাছ থেকে সব ছিনিয়ে নিতে চায়। ধ্বস্তাধ্বস্তির এক পর্যায়ে বুকে ও হাতে ছুরিকাঘাত করে ছিনতাইকারীরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়।
আহত জুবায়ের হোসেন রাজধানীর মুগদা মান্ডা এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তার বাবার নাম মো. জাফর।
বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, ওয়ারীর নারিন্দা থেকে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত এক অটোরিকশা চালককে নিয়ে আসা হয়েছে। তিনি ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন। বিষয়টি আমরা সংশ্লিষ্ট থানায় জানিয়েছি।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]