রাজধানীর উত্তরা এলাকায় মাইলস্টোন কলেজের সামনে ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দুর্ঘটনায় একজন শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু এবং আরও কয়েকজনের আহত হওয়ার খবরে তিনি গভীরভাবে ব্যথিত হয়েছেন বলে জানিয়েছেন।
এক ফেসবুক পোস্টে তারেক রহমান লেখেন, ‘মাইলস্টোন কলেজে ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় আমরা শোকাহত। একটি শিক্ষাপ্রতিষ্ঠান- যেখানে একটি শিশু, কিশোর কিংবা তরুণ তার শিক্ষা, বিকাশ ও নিরাপত্তা নিয়ে আশাবাদী হয়ে উঠে সেই পরিবেশে এমন ভয়াবহতা কখনো কাম্য নয়। এ ঘটনায় নিহত শিক্ষার্থীর আত্মার মাগফিরাত কামনা করছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।’
এ সময় তিনি বিএনপি’র নেতা-কর্মী ও সংশ্লিষ্ট পেশাজীবীদের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। তারেক রহমান আরও বলেন, ‘এই দুঃসময়ে আমাদের জাতি হিসেবে ঐক্যবদ্ধভাবে এই সংকট মোকাবিলা করতে হবে।’
উল্লেখ্য, মঙ্গলবার সকালে উত্তরার মাইলস্টোন কলেজের পাশেই একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় কলেজের এক শিক্ষার্থী নিহত হন এবং আরও কয়েকজন গুরুতর আহত হন। দুর্ঘটনাটি দেশজুড়ে গভীর শোকের ছায়া ফেলেছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]