রাজধানীর নয়াপল্টনের একটি আবাসিক হোটেলে বিস্ফোরণের ঘটনায় তিন আহত হওয়ার ঘটনা ঘটেছে।
বুধবার (১০ মার্চ) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে হোটেল ভিক্টোরি পঞ্চম তলার একটি কক্ষে এ বিস্ফোরণ ঘটে।
বিস্ফোরণে হোটেলটির ৪০৫ ও ৪০৬ নম্বরের দুটি কক্ষ সম্পূর্ণ বিদ্ধস্ত হয়। দুটি কক্ষের মাঝের দেয়াল ও আশপাশের আরও দুটি দেয়াল ভেঙ্গে পড়ে। অন্যদিকে বাইরের দিকে থাকা দুটি জানালার কাঁচ ভেঙ্গে রাস্তায় আছড়ে পড়লে তিনজন পথচারী আহত হন।
হাসপাতাল কর্তৃপক্ষ বিস্ফোরনের কারণ জানাতে না পারলে হোটেলের ভেতরে কেউ হতাহত হয়নি বলে নিশ্চিত করেছে।
এদিকে, ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পরিদর্শন করে। বিস্ফোরণের কারণ তারাও জানাতে পারেনি। তবে তারা প্রাথমিকভাবে ধারণা করছেন, কক্ষের গোসলখানায় পানি গরম করার গিজার থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে থাকতে পারে।
এদিকে বিস্ফোরণের তদন্তে ঘটনাস্থল পরিদর্শন করেছে সিআইডির ক্রাইম সিন ইউনিট।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]