রাজধানীর লালবাগে শহীদনগর বউ বাজারের ৪নং গলির প্লাস্টিক কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
শুক্রবার (১৫ এপ্রিল) দুপুর ১টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার।
এর আগে শুক্রবার বেলা ১২টার দিকে ওই প্লাস্টিক কারখানায় আগুনের সূত্রপাত হয়।
রোজিনা আক্তার বলেন, ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। কারখানার ভেতরে প্রচুর প্লাস্টিক থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়। তবে টিনশেডের ওই কারখানাটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে।
তিনি বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। এছাড়া আগুন লাগার কারণ এবং এ ঘটনায় কারও হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]