গাজীপুরের শ্রীপুরে রাজনৈতিক সংঘর্ষের ঘটনায় শ্রীপুর প্রেস ক্লাবের কার্যনির্বাহী সদস্য ও দৈনিক দিনকালের সাংবাদিক বশির আহমেদ কাজলকে মামলায় আসামি করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেল ৩টা থেকে ঘণ্টাব্যাপী শ্রীপুর উপজেলা পরিষদের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। শ্রীপুর রিপোর্টার্স ইউনিটি, শ্রীপুর প্রেস ক্লাব ও শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতি যৌথভাবে এই মানববন্ধনের আয়োজন করে।
ওই সাংবাদিককে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আসামি করা হয়েছে বলে মানববন্ধনে দাবি করেন বক্তারা।
তারা সংশ্লিষ্টদের কাছে অবিলম্বে তার নাম মামলা থেকে প্রত্যাহারের দাবিও জানান।
মানববন্ধনে সভাপতিত্ব করেন শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি আলমগীর হোসেন। আর পরিচালনা করেন সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রতিদিনের শ্রীপুর প্রতিনিধি মাহবুবুর রহমান আকন্দ।
এতে বক্তব্য রাখেন শ্রীপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও ডেইলি স্টারের গাজীপুর প্রতিনিধি প্রভাষক আবু বকর সিদ্দিক আকন্দ, যুগ্ম সম্পাদক দৈনিক খোলা কাগজ’র শ্রীপুর প্রতিনিধি আব্দুল্লাহ-আল মামুন, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, শ্রীপুর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের ডাক’র শ্রীপুর সংবাদদাতা কাজী আকতার হোসেন।
আরও বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির সভাপতি ঢাকা ট্রিবিউন ও বাংলা ট্রিবিউন’র গাজীপুর প্রতিনিধি রায়হানুল ইসলাম আকন্দ, সাধারণ সম্পাদক দৈনিক আমাদের নতুন সময়’র শ্রীপুর প্রতিনিধি মোতাহার হোসেন খান, দৈনিক মানবজমিন’র শ্রীপুর প্রতিনিধি এনামুল হক আকন্দ, ডেইলি নিউজ আওয়ার’র শ্রীপুর প্রতিনিধি তানভির ইউ আহমেদ ও যোগফল’র রিপোর্টার মোজাহিদ হোসেন।
প্রসঙ্গত, ১০ জানুয়ারি শ্রীপুর পৌর নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপির দুই মেয়র প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে হামলা, পাল্টা হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। ওই ঘটনায় একই রাতে শ্রীপুর থানায় পরস্পর বিরোধী দুটি মামলা হয়। বিএনপির মেয়র প্রার্থী অ্যাডভোকেট কাজী খানের দায়ের করা মামলায় ওই সাংবাদিককে আসামি করা হয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]