রাজশাহীর তানোরে যান্ত্রিক সমস্যার কারণে আলু ক্ষেতের মধ্যে একটি প্রশিক্ষণ বিমান আছড়ে পড়েছে।
মঙ্গলবার (১৬ মার্চ) দুপুর ২টার দিকে তানোর উপজেলার লালপুর গ্রামে এই ঘটনাটি ঘটে।
প্রশিক্ষণের উদ্দেশে আকাশে ওড়ার পর ওই আলু ক্ষেতে আছড়ে পড়ে প্রশিক্ষণ বিমানটি।
তবে এ ঘটনা প্রশিক্ষক মাহফুজ ও প্রশিক্ষনার্থী মবিন অক্ষত রয়েছেন। প্রশিক্ষণ বিমানটি বাংলাদেশ ফ্লাইং একাডেমির বলে প্রাথমিকভাবে জানা গেছে।
জানতে চাইলে রাজশাহীর শাহ মখদুম (রহ.) বিমানবন্দরের ব্যবস্থাপক দিলারা পারভিন বলেন, এমন ঘটনার খবর মাত্র পেয়েছি। তাই এখনও এ ব্যাপারে বিস্তারিত কিছু জানি না।
এর আগে গত ৯ জানুয়ারি রাজশাহীর হযরত শাহ মখদুম (রহ.) বিমানবন্দরে দুর্ঘটনার কবলে পড়ে একটি প্রশিক্ষণ বিমান। বেলা ৩টার দিকে বিমানবন্দরের রানওয়েতে এ ঘটনা ঘটে। তবে ওই ঘটনায়ও কেউ আহত হননি।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]