দুপুরে রাজশাহী থেকে ঢাকাগামী ট্রেন সিল্কসিটি এক্সপ্রেসে এক নবজাতকের জন্ম হয়েছে। মা ও শিশু দু’জনই সুস্থ আছেন বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
এরই মধ্যে রেলওয়ে হাসপাতালের অ্যাম্বুল্যান্সে করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাদের পাঠানোর প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
রেলওয়ে কর্তৃপক্ষ জানান, শুক্রবার (৬ মে)রাজশাহী থেকে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনে নবজাতকের মা পারুল একাই ঢাকায় আসছিলেন। পথিমধ্যে মা পারুলের প্রসব যন্ত্রণা শুরু হলে শিশুটিকে জন্মদানে সহযোগিতায় করেছেন রেলওয়ের যাত্রীরা।
এদিকে, শিশুটির বাবা টিটু ঢাকা রেলওয়ে স্টেশনে মা ও শিশু ছেলেকে গ্রহণ করবেন।
রেলওয়ে হাসপাতালের ডা. রিপন দাস ও শওকত জামির মোহসী, ডিসিও ঢাকা- সার্বক্ষণিক তদারকি ও তাদের খোঁজখবর রাখছেন বলে জানা গেছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]