প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১১, ২০২৫, ১১:৫৬ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৯, ২০২৩, ৬:০৬ অপরাহ্ণ
রানার্স আপ খুলনা উশু টিমকে কোচ ইমামুলের শুভেচ্ছা
বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন এর ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ উশু ফেডারেশনের আয়োজনে শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস ২০২৩ এ রানার্সআপ খুলনা উশু দলকে ধন্যবাদ জানিয়েছেন কোচ মোঃ ইমামুল হোসেন। গত ০২-০৪ মার্চ ২০২৩ ইং তারিখে নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে ২০০ খেলোয়াড়ের অংশগ্রহনের মাধ্যমে উশু প্রতিযোগিতা শুরু হয়।
যেখানে ঢাকা, চট্রগ্রাম, রাজশাহী, বরিশাল, সিলেট, রংপুর, ময়মনসিংহ সহ ৭ টি বিভাগকে পেছনে ফেলে খুলনা উশু টিম রানার্সআপ হবার গৌরব অর্জন করে। তাদের মোট অর্জনকৃত পদক সংখ্যা হলো ১১ টি, ৫টি স্বর্ণ, ৩টি রৌপ্য ও ৩টি তাম্র পদক।
চাইনিজ মার্শাল আর্ট উশু খেলায় অংশগ্রহনকারী সকল কোচ, টিম ম্যানেজার ও খেলোয়াড়কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে উশু কোচ মোঃ ইমামুল হোসেন। তিনি আরও বলেন এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে আগামীতে খুলনা বিভাগ চ্যাম্পিয়ন হবে বলে আমি আশাবাদী। আর সেই লক্ষেই উশু নিয়ে আরও কাজ করে যাবো ইনশাআল্লাহ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল