১৭ আগস্ট বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন হত্যা প্রচেষ্টার ২৮তম বার্ষিকী।
ওয়ার্কার্স পার্টি প্রতিবছর এই দিবসকে ‘সন্ত্রাস বিরোধী দিবস’ হিসাবে পালন করে। এ বছরও এই দিবস পালনে ‘সন্ত্রাস নির্মুল কর: বিচারবহির্ভূত হত্যাকান্ড বন্ধ কর’ এই শ্লোগানে পার্টি দেশব্যাপী কর্মসুচি পালন করবে।
এই উপলক্ষে সকাল ১১টায় এক ভার্চুয়াল আলোচনা সভায় সভাপতিত্ব করেন কমরেড রাশেদ খান মেনন এমপি।
উল্লেখ্য যে ১৯৯২-এর ১৭ আগস্ট সন্ধ্যায় রাজধানীর তোপখানা রোডস্থ পার্টি অফিসের সামনে কমরেড রাশেদ মেননকে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়। কমরেড মেননকে প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজে প্রথমিক চিকিৎসা দেয়ার পর সিএমএইচ-এ লিভারে অপারেশন করা হয় এবং অবস্থার উন্নতি না হলে তাকে লন্ডনের কিংস কলেজ হাসপাতালে পুনরায় অপারেশন করা হয়। পাঁচ মাস লন্ডন ও ব্যাংককে চিকিৎসা নেবার পর ১৯৯৩ এর ১০ জানুয়ারী বিমান বন্দরে বিপুল সংবর্ধনার মধ্য দিয়ে তিনি দেশে ফিরে আসেন।
তবে এই ২৮ বছরেও তার ঐ হত্যাপ্রচেষ্টার বিচার হয়নি। আততায়ীরা অধরাই রয়ে গেছে।
অন্যদিকে একই সময়কালে চুয়াডাঙার কুলবিলা গুচ্ছগ্রাম, মেহেরপুর, ঝিনাইদহ ওয়ার্কার্স পার্টির নেতৃবৃন্দকে হত্যা করা হয় যার বিচারও আজও হয়নি।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]