শাহারুল ইসলাম রাজ : দেশের রাজনৈতিক, প্রশাসনিক ও অর্থনৈতিক সংস্কারের লক্ষ্যে ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে জনগণের মতামত ও অংশগ্রহণ নিশ্চিত করতে যশোরের শার্শায় গোগায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৬ অক্টোম্বর)বিকালে উপজেলার গোগা ইউনিয়ন দারুসসালাম হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গনে স্থানীয় এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থেকে ৩১ দফার নানা দিক নিয়ে আলোচনা করেন।
গোগা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি সরোয়ার মোল্লার সভাপতিত্বে উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি।
তিনি বলেন, দেশের গণতন্ত্রকে সুসংহত করতে ও প্রশাসনের জবাবদিহিতা নিশ্চিত করতে রাষ্ট্র কাঠামো মেরামতের এ কর্মসূচি সময়োপযোগী উদ্যোগ। জনগণের অধিকার প্রতিষ্ঠা, বিচার বিভাগের স্বাধীনতা, নির্বাচন ব্যবস্থার সংস্কার এবং দুর্নীতি দমনে বাস্তবভিত্তিক প্রস্তাবগুলোকে তাঁরা সাধুবাদ জানান।
উপজেলা যুবদলের সদস্য হাবিবুর রহমান দূলুর সঞ্চালনায় এ সময় উপস্থিত আরও ছিলেন, শার্শা থানা বিএনপির যুগ্ম সম্পাদক তাজ উদ্দিন আহমেদ, যুগ্ম সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাস,বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি শাহাবুদ্দিন মন্টু,গোগা ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আব্দুল হামিদ সরদার, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু, সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির আলম,কায়বা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম,শার্শা উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক মশিউর রহমান,তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক আতাউর রহমান আতা, যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু, যুবদল সদস্য আলী বাবর বাবু, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক বিপ্লব হোসেন,কেন্দ্রয় ছাত্রদলের সহ সম্পাদক মোস্তাছিম বিল্লাহ অপু,সাবেক ছাত্রনেতা শাহজামাল বাবু, আশিক, আরিফসহ উঠান বৈঠকে উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় শিক্ষক, ব্যবসায়ী, যুব সমাজ ও নারীরা অংশ নেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]