হেলাল উদ্দিন, মনিরামপুর : ভারতের পুরোহিত রামগিরি ও মন্ত্রী নিতেশ রানে কর্তৃক রাসুল (স.) এর অবমাননার বিরুদ্ধে রাজগঞ্জে ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে রাজগঞ্জ এলাকার সকল স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। হাজারো ছাত্র-জনতার এ বিক্ষোভ মিছিলটি রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের শহীদ মিনার চত্বর থেকে শুরু হয়ে রাজগঞ্জ বাজারের চৌ-রাস্তা মোড়ে এসে শেষ হয় এবং সেখানেই ঘন্টা ব্যাপি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে পর্যায়ক্রমে রাজগঞ্জ এলাকার বিভিন্ন মাদ্রাসার ছাত্ররা বক্তব্য প্রদান করেন। এসময় বক্তারা ভারত সরকারকে হুঁশিয়ারি দিয়ে অনতিবিলম্বে রাসুল (সা.) ও ইসলামের বিরুদ্ধে কটূক্তিকারী ও সমর্থনকারী নেতাকে উপযুক্ত শাস্তির দাবি জানান। বক্তারা আরও বলেন, ইসলাম হলো শান্তির ধর্ম-মানবতার ধর্ম সুতরাং ইসলাম কোনো ধর্মকে ছোট করে দেখে না। অন্য ধর্মের প্রতি অসম্মানজনক আচরণ ও কটূক্তি সমর্থন করে না। তাই ভারতের মুসলমানদের অত্যাচারসহ রাসুল (সা.) যিনি সর্বশ্রেষ্ট মানব, তার বিরুদ্ধে কোনো ধরনের কটূক্তি সহ্য করা হবে না।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]