
মো: ইকবাল হোসেন: পাইকগাছার সবচেয়ে অবহেলিত ও দীর্ঘদিন ধরে বিচ্ছিন্ন জনপদ হিসেবে পরিচিত ওড়াবুনিয়ায় শনিবার (১৫ নভেম্বর) সকাল থেকে গণসংযোগ করেন দাঁড়িপাল্লা প্রতীকের এমপি প্রার্থী জননেতা আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ। চাঁদখালী ইউনিয়নের কৃষ্ণনগর, ওড়াবুনিয়া ও চর গজালিয়া এলাকায় গণসংযোগের পাশাপাশি তিনি রাস্তাঘাট মেরামতের জন্য স্থানীয়দের হাতে ব্যক্তিগত উদ্যোগে অনুদান প্রদান করেন।
এলাকাবাসীর সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, “এই জনপদ শিক্ষা, চিকিৎসা ও বিদ্যুতের মতো মৌলিক সুবিধা থেকে বছরের পর বছর বঞ্চিত। গত ১৭ বছর ধরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এই অঞ্চলের মানুষ অবহেলা আর অনাদরে জীবনযাপন করছে। দাঁড়িপাল্লা বিজয়ী হলে ইনশাআল্লাহ এই বিচ্ছিন্ন জনপদের উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।”
গণসংযোগ চলাকালে বিভিন্ন বয়সী নারী-পুরুষ তাকে স্বত:স্ফূর্তভাবে স্বাগত জানান এবং দীর্ঘদিনের সমস্যাগুলো তুলে ধরেন। তিনি মনোযোগ দিয়ে সেসব সমস্যা শোনেন এবং ভবিষ্যতে স্থায়ী সমাধানের আশ্বাস প্রদান করেন।
স্থানীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষের উপস্থিতিতে পুরো এলাকা সরগরম হয়ে ওঠে। ওড়াবুনিয়ার মানুষের মুখে দীর্ঘদিনের কষ্টের কথা শুনে মাওলানা আবুল কালাম আজাদ তাদের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]