বহু আলোচিত রিজেন্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক( এমডি) মাসুদ পারভেজকে গাজীপুর কাপাসিয়া থেকে গ্রেপ্তার করেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাব।
মঙ্গলবার (১৪জুলাই) সন্ধ্যায় কাপাসিয়া থেকে মাসুদ পারভেজকে গ্রেপ্তার করা হয়। মাসুদ পারভেজ কাপাসিয়া বাজারের হোমিও চিকিৎসক ও খোদাদিয়া গ্রামের হানিফ মোড়লের ছেলে।গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যমকে সত্যতা নিশ্চিত করেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক আশিক বিল্লাহ।
আইন ও গণমাধ্যম শাখার পরিচালক আশিক বিল্লাহ গণমাধ্যমকে এর সত্যতা নিশ্চিত করেছেন।
তথ্য ও প্রযুক্তি সহায়তায় এমডি মাসুদ পারভেজকে মঙ্গলবার সন্ধ্যা সাতটায় কাপাসিয়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। প্রতারণা অনিয়মের অভিযোগে দায়ের করা মামলার দুই নম্বর আসামি তিনি।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]