অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় চতুর্থ দফায় একদিনের রিমান্ড শেষে প্রদীপ কুমার দাশকে কারাগারে পাঠিয়েছে আদালত।
মঙ্গলবার বিকেলে তাকে আদালতে সোপর্দ করে র্যাব। এর আগে কক্সবাজার সদর হাসপাতালে প্রদীপ কুমার দাশের স্বাস্থ্য পরীক্ষা করা হয়।
প্রথম দফায় ১৮ আগস্ট প্রদীপ কুমার দাশ, লিয়াকত ও নন্দদুলাল রক্ষিতের সাতদিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। এরপর ২৪ আগস্ট প্রদীপসহ সাত পুলিশের দ্বিতীয় দফায় চারদিন করে রিমান্ড মঞ্জুর করা হয়। ২৮ আগস্ট তৃতীয় দফায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (টেকনাফ-৩) তৃতীয় দফায় প্রদীপ, লিয়াকত ও নন্দদুলাল রক্ষিতের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।
এদিকে একইদিন সকালে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহতের ঘটনায় পুলিশের করা মামলার তিন সাক্ষীকে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ এ আদেশ দেন।
তিন আসামি হলেন- টেকনাফ উপজেলার মারিশবুনিয়া এলাকার নুরুল আমিন, নিজাম উদ্দিন ও মো. আয়াছ।
মামলার তদন্ত কর্মকর্তা র্যাব-১৫ এর সিনিয়র এএসপি খায়রুল ইসলাম বলেন, ঘটনা সম্পর্কে অধিকতর যাচাইয়ের স্বার্থে ওই তিন আসামির আরো চারদিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]