রাজধানীতে মোদিবিরোধী বিক্ষোভ থেকে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ৩০ নেতাকর্মীকে দু’দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
সোমবার বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াছির আহসান চৌধুরী এ আদেশ দেন।
রিমান্ড শেষে তাদের আদালতে হাজির করে কারাগারে রাখার আবেদন করেন মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) সফিকুল ইসলাম আকন্দ। অপরদিকে আসামিপক্ষে আইনজীবী সিরাজুল ইসলাম, খাদেমুল ইসলাম ও তৌফিক শাহরিয়ার জামিন আবেদন করেন।
শুনানি শেষে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠান।
একইদিনে সন্দেহজনকভাবে গ্রেফতার ইলিয়াস মিয়া নামে অপর এক আসামিকে একদিনের রিমান্ডে পাঠানো হয়।
এর আগে গত ২৬ মার্চ ছাত্র অধিকারের ৩০ নেতাকর্মীর দু’দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]