একজন মানবিক পুলিশ এএসআই জাহিদ। পিরোজপুরের মঠবাড়িয়া থানায় কর্মরত হওয়ার পর খুঁজে পান সামবরু নামে এক অসহায় বৃদ্ধাকে।বয়সের ভাড়ে বিধবা ও নিঃসন্তান সামবরুকে ছেড়ে দিতে হচ্ছে ভিক্ষাবৃত্তি পেশাটিকে। ঠিক এমন দুঃসময়ে একজন মানবিক পুলিশকে পাশে পেয়ে অনেকটা অবাক বিষ্ময়ে চোখের পানি ফেলে দেন তিনি।নিত্যপ্রয়োজনীয় জিনিস নিয়ে বৃদ্ধার দুয়ারে হাজির হয়ে যতদিন মঠবাড়িয়া থানায় কর্মরত থাকবেন ততদিন তিনি প্রাপ্ত রেশনের অর্ধেক ওই বৃদ্ধাকে দিবেন বলেও নিশ্চিত করেন এই পুলিশ সদস্য।
পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার দেউলী গ্রামের মরহুম ইসমাঈল শিকদারের কনিষ্ঠ পুত্র জাহিদ ২০০৪ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন।যোগদানের পর দায়িত্ব পালনের পাশাপাশি অসহায় মানুষকে ব্যক্তিগতভাবে সাহায্য করে আসছেন তিনি।
মঠবাড়িয়া থানার ওসি মাসুদুজ্জামান জানান,এএসআই জাহিদ আসলেই একজন মানবিক পুলিশ। মঠবাড়িয়া থানায় যোগদানের পূর্বে বানারিপাড়া থানায় কর্মরত থাকাকালীন সময়েও দরিদ্র মানুষের পাশে দাঁড়াতেন তিনি।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]