রমজানের শুরুতেই অস্থির নিত্যপণ্যের বাজার। প্রথমদিনই লেবু, শশা, টমেটোর দাম লাফিয়ে বাড়ছে। প্রতিটি লেবু বিক্রি হচ্ছে ২০ টাকায়। শশার কেজি ছাড়িয়েছে ১০০ টাকা।
রাজধানীর কারওয়ান বাজারে প্রতি হালি লেবুর দাম নেওয়া হচ্ছে ৮০ টাকা পর্যন্ত। একদিনের ব্যবধানে প্রতিকেজি শশার দাম ৪০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৮০ থেকে ১২০ টাকা। এ ছাড়া প্রতিকেজিতে চিচিঙ্গা ৮০, খিরা ৭০ এবং টমেটো ৮০ টাকায় বিক্রি হচ্ছে। কাঁচা মরিচের কেজি ৮০ টাকা।
এদিকে কয়েকদিনের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম কেজিতে ৩০ টাকা পর্যন্ত বেড়ে বিক্রি হচ্ছে ২২০ টাকায়। লেয়ার মুরগির কেজি ৩২০ টাকা নেওয়া হচ্ছে।
বিক্রেতারা বলছেন, সরবরাহ ঠিক থাকলেও আড়তে বেশি দামের কারণে বাড়তি দরে বিক্রি করছেন তারা।
এদিকে সরকারের বিভিন্ন সংস্থার অভিযানেও নিত্যপণ্যের লাগামহীন দামে অস্বস্তিতে ক্রেতারা।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]