দৈনিক প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি ও হয়রানিমুলক মামলা প্রত্যাহারের দাবীতে যশোরের শার্শার নাভারনে উপজেলায় কর্মরত সকল গনমাধ্যম কর্মিরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন।
বুধবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত নাভারন-সাতক্ষীরা মোড়ে জিরোপয়েন্ট এলাকায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন তারা।
মানববন্ধনে অংশ নেয়া শার্শা রিপোটার্স ক্লাবের সভাপতি আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেসক্লাবের জেলা সভাপতি মতিয়ার রহমান, রিপোটার্স ক্লাবের সাধারণ সম্পাদক এমএ রহিম, সেলিম রেজা, শার্শা জার্নালিস্ট এসোসিয়েশন সাধারণ সম্পাদক আজিবর রহমান, আমিনুর রহমান, বাগআচড়া প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান নয়ন, উদ্ভাবক মিজানুর রহমান মিজান, শার্শা বার্তার সম্পাদক সালাম গফ্ফার ছন্দ প্রমুখ।
মানববন্ধনে অংশ নেওয়া সাংবাদিকরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িত স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্তপূর্বক যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
সমাবেশ থেকে তারা রোজিনা ইসলামের ওপর চাপিয়ে দেওয়া ষড়যন্ত্র মুলক মামলা প্রত্যাহারসহ তার নিঃশর্ত মুক্তি দাবী করেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]