নিজস্ব প্রতিবেদক: স্বাস্থ্য সচেতনতার লক্ষে সামাজিক কার্যক্রমের অংশ হিসেবে সাতক্ষীরায় রোগীদের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়েছে।
রবিবার সকালে সাতক্ষীরা সদর হাসপাতালে রোটারি ক্লাব অব রয়েল সাতক্ষীরার আয়োজনে উক্ত মাস্ক বিতরণ করা হয়।
বিশিষ্ট সমাজ সেবক মো: ইকবাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হাসপাতালে আগত রোগীদের মধ্যে বিনামূল্যে উক্ত মাস্ক বিতরণ করেন সাতক্ষীরা জেলা সিভিল সার্জন ডা. মো. আব্দুস সালাম।
প্রায় ৩০০ রোগীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব রয়েল সাতক্ষীরার সম্মানিত প্রেসিডেন্ট ডাঃ মোঃ সাইফুল আলম, আইপিপি ফারুকুল ইসলাম, পিপি আসাদুর জামান, পিপি তারেকুজ্জামান খান, মোঃ মাহবুবুর রানা, ডাঃ পার্থ কুমার দে ও সদর হাসপাতালের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]