কক্সবাজারের চকরিয়ায় পেটের ভেতর করে ১৯৫০ পিস ইয়াবা পাচারকালে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসা নিতে ভর্তি হলে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করেন।
আটক ব্যক্তির নাম জাকির হোসেন (২২)। তিনি উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ১ নম্বর ব্লকের ২ নম্বর ক্যাম্পের মো. ইলিয়াছের ছেলে।
চকরিয়া থানা পুলিশ জানায়, ৩৯টি ইয়াবার প্যাকেট পেটের ভেতর করে পাচারকালে অসুস্থ হয়ে পড়ে জাকির হোসেন। পরে সে মালুমঘাট মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালে ভর্তি হয়। এসময় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে হাসপাতালে যায়। পরে অপারেশন করে তার পেটের ভেতর থেকে ৩৯টি প্যাকেট ইয়াবা উদ্ধার করা হয়।
প্রতি প্যাকেটে ৫০টি করে ১৯৫০ পিস ইয়াবা ছিল, যার আনুমানিক মূল্য ৫ লাখ ৮৫ হাজার টাকা।
বিষয়টি নিশ্চিত করে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, গোপন সংবাদের ভিত্তিতে হাসপাতালে গিয়ে জাকির হোসেনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। সে হাসপাতালে ভর্তি রয়েছে। সুস্থ হলে আদালতে তোলা হবে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]