করোনা মোকাবেলায় কঠোর লকডাউন বাস্তবায়নে কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে বিভিন্ন অপরাধে কয়েকজনকে অর্থ দন্ড প্রদান করা হয়েছে।
শনিবার (১০ জুলাই) সকাল থেকে পৌর সদর, কয়লা বাজারসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন চৌধুরী।
সেসময় সরকারি নির্দেশনা অমান্য করায় ৪টি মামলায় সাড়ে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
আদালতের কার্যক্রমে সহায়তা করেন থানার এসআই ইসমাইল হোসেনসহ সেনাবাহিনী, পুলিশ ও আনসার ব্যাটালিয়নের সদস্যবৃন্দ।
কোভিড-১৯ করোনাভাইরাস বিস্তার রোধকল্পে বিভিন্ন এলাকা পরিদর্শন ও ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে ইউএনও জুবায়ের হোসেন চৌধুরী সকলকে মাস্ক পরিধান ও সরকারি নির্দেশনা মেনে চলার আহবান জানান।
তিনি বলেন, ‘আর্থিক জরিমানা করা আমাদের লক্ষ্য নয়, তবে সাধারণ মানুষকে সুরক্ষিত রাখতেই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এই অভিযান অব্যাহত থাকবে।’
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]