সারাদেশের ন্যায় ৭দিনের লকডাউন বাস্তবানে মাঠে কাজ করছে দেবহাটা থানা পুলিশ সদস্যরা। বাংলাদেশ সরকারের ঘোষনা করা এক সপ্তাহের লকডাউন বাস্তবায়নে সোমবার সকাল থেকে থানা পুলিশের সদস্যদের নিয়ে কাজ করছেন অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা। সাধারণ মানুষকে করোনার ভয়াবহতা সম্পর্কে সচেতন ও সরকারের নির্দেশনা মানাতে মাইকিং, পথচারী ও গনপরিবহনের যাত্রী এবং চালাকদের মাস্ক পরার অনুরোধ জানান। একই সাথে মাস্ক বিহিন মানুষদের মাঝেও মাস্ক প্রদান করছেন ওসি বিপ্লব কুমার সাহা।
এবিষয়ে দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা জানান, সম্মূখ সারির যোদ্ধা হিসাবে পুলিশ করোনা প্রতিরোধে কাজ করছে। করোনা মহামারি থেকে দেশবাসীকে নিরাপদ রাখতে জীবনের মায়াত্যাগ করে কাজ করছে পুলিশ। মানুষকে বাড়িতে নিরাপদ অবস্থানে ফেরাতে আমরা রাস্তায় নেমেছি। এছাড়া বিভিন্ন পয়েন্টে আমরা টহল বসিয়ে বহিরাগতদের অনুপ্রবেশ বন্ধের ব্যবস্থা করছি। আপনারা যে যেখানে আছেন সেখানে নিরাপদে অবস্থান করুন। অযাথা এক এলাকা থেকে অন্য এলাকায় এসে নিজেকে এবং অন্যকে ঝুঁকির মধ্যে ফেলবেন না। বাহিরে বের হলে অবশ্যই মাস্ক পড়বেন। বাইরে থেকে বাসায় ফিরে কমপক্ষে ২০ সেকেন্ড ভালো ভাবে হাত ধুয়ে নিন। সর্বদা সাবান পানি বা হ্যান্ড স্যনিটারী দিয়ে হাত ধুয়ে ফেলুন। মনে রাখবেন আপনি নিরাপদ থাকলে আপনার পরিবার নিরাপদ থাকবে। তাই নিজের নিরাপত্তার কথা ভেবে বাসায় থাকুন সরকারের নিয়মনীতি মেনে চলুন। আপনার যে কোন প্রয়োজনে সেবা দিতে পুলিশ আপনার পাশে নিয়েজিত রয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]