করোনাভাইরাসের বিস্তার রোধে সরকারি বিধিনিষেধ বাস্তবায়নে লকডাউন ভঙ্গকারীদের বিরুদ্ধে সক্রিয় সাতক্ষীরার কলারোয়া থানা পুলিশ।
ধারাবাহিক তৃতীয় দফায় লকডাউন চললেও মানা হচ্ছে না নিয়ম কানুন। যেজন্য অযথা জটলার কারণে সোমবার (২১ জুন) ৩টি ইজিবাইক, ১৬টি ব্যাটারি চালিত ভ্যান, ২টি আলমসাধু, ১১টি নসিমন এবং ৪১টি মোটরসাইকেল আটক করে কলারোয়া থানা পুলিশ।
এছাড়াও খোরদো পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মামুনের নেতৃত্বে ৫টি ভ্যান, ১টি নসিমন ও ১১টি ইজিবাইকও আটক করা হয়।
ওসি মীর খায়রুল কবীর বলেন, 'পুলিশ সুপারের নির্দেশে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে একটু কঠোর হতে হচ্ছে। আমরা মাইকিং করেও মানুষকে সচেতন করতে পারছি না। লকডাউন ভেঙে রাস্তায় অযথা জটলার কারণে এসব যানবাহন আটক করা হয়।'
তিনি আরো বলেন, ‘লকডাউন ভেঙে দোকান খোলা নিয়ে অথবা রাস্তায় অযথা জটলা এ যেন পুলিশের সাথে লুকোচুরি। তাঁরা করোনাভাইরাস সংক্রমণের বিপদ বুঝতে চাইছেন না।'
প্রশাসনের কঠোর লক-ডাউন বাস্তবায়নে জনগণকেও সচেতন হওয়ার অনুরোধ জানিয়ে তিনি এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]