বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইন্সটিটিউট সাতক্ষীরা উপকেন্দ্র’র আয়োজনে লবনাক্ততা ও জলাবদ্ধতা মোকাবেলা করে কৃষিকে এগিয়ে নেয়ার উপায় নির্ধারণে খুলনার দাকোপে অনুষ্ঠিত হলো কৃষক প্রশিক্ষণ কর্মশালা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিনার মহাপরিচালক ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিজ্ঞানী ড. মো: আবুল কালাম আজাদ।
"বিনার গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ" প্রকল্পের অর্থায়নে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে দাকোপে কৃষক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিনা সাতক্ষীরা উপকেন্দ্র’র ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. শিল্পী দাস।
বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন উক্ত প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো: মাহবুবুল আলম তরফদার, ড. মো: আশিকুর রহমান, উপ- প্রকল্প পরিচালক এবং দাকোপ উপজেলার উপজেলা কৃষি অফিসার মো: শফিকুল ইসলাম।
প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন বিনা সাতক্ষীরা উপকেন্দ্র’র বৈজ্ঞানিক কর্মকর্তা মো: মশিউর রহমান ও মিলন কবীর।
বিনা সাতক্ষীরা উপকেন্দ্র’র ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. শিল্পী দাস বলেন, খুলনার দাকোপ উপজেলা কৃষির জন্য একটি প্রতিকূল উপজেলা, লবনাক্ততা ও জলাবদ্ধতা এখানে সফল কৃষির প্রধান অন্তরায়। বিনা উপকেন্দ্র, সাতক্ষীরা এখানে বিনা উদ্ভাবিত প্রতিকূলতা সহনশীল জাত ও প্রযুক্তির মাধ্যমে আমন ধানের চাষাবাদ কলা কৌশল ও বীজ উৎপাদন প্রশিক্ষণ দিয়ে প্রতিকূল পরিবেশে এক ফসলি জমিকে উপযোগী শস্যবিন্যাসের মাধ্যমে দুই ফসলি বা তিন ফসলি জমিতে রূপান্তরিত করতে কৃষকদের উদ্ধুদ্ধ করছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]