কলারোয়া প্রতিনিধি : “ নারী - কন্যার সুরক্ষা করি, সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে বে-সরকারি সংস্থা রিসোর্স ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (আরডিএফ) উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার সহযোগিতায় গত ৯ ডিসেম্বর ২০২৪ সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলা চত্বরের প্রধান ফটকের সামনে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নানা শ্রেণী পেশার নারী-পুরুষের উপস্থিতিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মোঃ জহুরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা, কলারোয়া, সাতক্ষীরা। আরো উপস্থিত ছিলেন, নূরুন নাহার আক্তার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, কলারোয়া, সাতক্ষীরা। মোঃ আনোয়ার হোসেন, জেলা সমন্বয়কারী, আরডিএফ-এফএসটিআইপি প্রকল্প, সাতক্ষীরা।
মানববন্ধনে প্রধান অতিথিসহ অন্যান্য বক্তারা বলেন, নারী ও কন্যা শিশুর শিক্ষার অধিকার, জোরপূর্বক বাল্যবিবাহের শিকার হওয়া এবং পাচারের শিকার হওয়া থেকে রক্ষা করা। সমাজের সকল শ্রেণী পেশার মানুষকে একযোগে কাজ করতে হবে। তবেই সমাজ, দেশ ও গোটা বিশ্ব থেকে একদিন লিঙ্গভিত্তিক সহিংসতা দূর হবে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]