যুদ্ধবিধস্থ আফ্রিকার দেশ লিবিয়া নানা টানাপোড়েন ও বহুমুখী সংকটের মধ্যে থেকে দীর্ঘ বছর পর এক সিদ্ধান্তে পৌঁছাতে সক্ষম হয়েছে।
বহু দেনদরবার,আলোচনা সমালোচনা এবং জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে জাতিসংঘের মধ্যস্ততায় জেনেভায় লিবিয়ান পলিটিক্যাল ডায়ালগ ফোরাম'র নির্বাচনে মোহাম্মদ আল-মোনফিকে লিবিয়ার প্রেসিডেন্সিয়াল কাউন্সিলর প্রেসিডেন্ট এবং আব্দুল হামিদ দাবিবাহকে এক বছর মেয়াদে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী নির্বাচন করা হয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাতে স্থানীয় বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পেয়েছে।
শুক্রবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দেয়া এক প্রেস বিজ্ঞপ্তির বরাতে লিবিয়ার স্থানীয় বিভিন্ন গণমাধ্যম সুত্র বলছে,ইতিপূর্বে মোহাম্মদ আল-মোনফি গ্রিসে লিবিয়ার রাষ্ট্রদূত ছিলেন।অন্যদিকে আব্দুল হামিদ দাবিবাহ লিবিয়ার মিসরাতা শহরের একজন রাজনৈতিক ব্যক্তি এবং একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী।
জানা যায়,জেনেভায় অনুষ্ঠিত এক সপ্তাহের এ আলোচনা সভার সিদ্ধান্তে নবনির্বাচিত প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী আগামী ২৪ ডিসেম্বর ২০২১ তারিখের নির্বাচন পর্যন্ত দেশ পরিচালনার সুযোগ পাবে।এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের মূল দায়িত্ব হবে লিবিয়াকে ঐক্যবদ্ধ করা ও সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করা।এছাড়া,ওই নবগঠিত তিন সদস্য বিশিষ্ট প্রেসিডেন্সিয়াল কাউন্সিলের মোহাম্মদ আল-মোনফিকে প্রেসিডেন্টের পাশাপাশি মুসা আল-কুনি এবং আব্দুল্লাহ আল-লাফিকে প্রেসিডেন্সিয়াল কাউন্সিলের ডেপুটি প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত করা হয়েছে।ফলে লিবিয়ায় ২০১৪ সালের পর থেকে পশ্চিমাঞ্চলীয় ও পূর্বাঞ্চলীয় দুই সরকারের পরিসমাপ্তি হতে যাচ্ছে বলেও আশা করছেন লিবিয়ান নাগরিকসহ অনেকেই।
এদিকে, লিবিয়ার ওই নবনির্বাচিত প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীকে বিভিন্ন মহল সাধুবাদ জানিয়েছেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]