লিবিয়ায় মুক্তিপণের দাবিতে অপহৃত ১০ জন বাংলাদেশিকে উদ্ধার করেছে দেশটির সেনাবাহিনী।
সম্প্রতি লিবিয়ায় মোটা অঙ্কের মুক্তিপন আদায়ের জন্য ১০ বাংলাদেশিকে অপহরণ করে একটি চক্র এমনই তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ দূতাবাস।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে লিবিয়ার সেনাবাহিনী ত্রিপলী অঞ্চলের ৪৪৪-তম ব্রিগেড বানি ওয়ালিদের দুর্গম এলাকায় অভিযান চালিয়ে অপহরণকারী চক্রের কাছ থেকে ওই জিম্মিদের উদ্ধার করে।
উদ্ধারকৃত বাংলাদেশিরা মুক্ত হওয়ার পর চার্জ দ্যা অ্যাফেয়ার্স গাজী মোঃ আসাদুজ্জামান কবির তাদের সাথে সাক্ষাৎ করে শারীরিক অবস্থার খোঁজ খবর নেন।
এছাড়াও দূতাবাসের পক্ষ থেকে তাদেরকে প্রয়োজনীয় সকল সহযোগিতা দেয়া হয়েছে।
উদ্ধার হওয়া ব্যক্তিরা পর লিবিয়ার সেনাবাহিনীসহ ওই সংশ্লিষ্ট সেনাবাহিনী ত্রিপলী অঞ্চলের ৪৪৪-তম ব্রিগেডের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
এ তথ্য নিশ্চিত করেন দূতাবাস সংশ্লিষ্ট এক দায়িত্বশীল কর্মকর্তা।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]