কক্সবাজারের উখিয়ায় এক ব্যক্তির লুঙ্গির ভেতর থেকে ৩ কোটি ১৫ লাখ ৮৬৯ টাকার সোনা উদ্ধার করা হয়েছে। রোববার (০১ নভেম্বর) দিনগত রাতে ঘুমধুম এলাকা থেকে তাকে গ্রেফতার করে বিজিবি। আটককৃত ওই ব্যক্তির নাম মো. কলিম (২১)। বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে তিনি বসবাস করতেন।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির কক্সবাজার রিজিয়নের আওতাধীন কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) ঘুমধুম বিওপির সদস্যরা উখিয়ার ৫নং পালংখালী ইউপির কুড়ারপাড়া এশিয়ান হাইওয়ে রোডস্থ ব্রিজের পাশে অবস্থান নেয়। সন্ধ্যার পর এক ব্যক্তিকে সীমান্ত দিয়ে হেঁটে কুতুপালংয়ের দিকে যেতে দেখেন তারা। এতে তাদের সন্দেহ হলে তাকে আটক করা হয়।
প্রথমে অস্বীকার করলেও তার আচরণ সন্দেহজনক হওয়ায় তার শরীর তল্লাশি করে বিজিবি। এরপরেই বেরিয়ে আসে লুঙ্গির ভাঁজে কৌশলে লুকানো প্রায় সোয়া তিন কোটি টাকার বার্মিজ সোনা। বিজিবির বরাতে জানা যায়, আটক করা সোনার পরিমাণ ৪৭১ ভরি। উদ্ধারকৃত সোনা কক্সবাজার ট্রেজারি অফিসে জমা করার কাজ চলছে।
সূত্রে. সময় নিউজ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]