কলারোয়ায় কোভিড-১৮ করোনা ভাইরাসের ভ্যাক্সিনেশন কার্যক্রম তথা টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
রবিবার (৭ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মুস্তফা লুৎফুল্লাহ এমপি'কে করোনা ভাইরাস প্রতিষেধক টিকা প্রদানের মাধ্যমে কলারোয়ায় এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী দিনে ২৫ জন ব্যক্তি টিকা গ্রহণ করেন।
এর আগে করোনা ভাইরাস প্রতিষেধক ওই টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য ও কলারোয়া হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচ এন্ড এফপিও) ডাক্তার জিয়াউর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মৌসুমী জেরীন কান্তা, কলারোয়ার যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফ্ফার, সাতক্ষীরা সাতক্ষীরা পল্লীমঙ্গল কলেজের স্কুলের অবসরপ্রাপ্ত আলহাজ্ব ইউনুস আলী, কলারোয়া হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার শফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের জনস্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট চিকিৎসক, সাচিপ নেতা ডাক্তার সুব্রত ঘোষ, ডাক্তার জাহিদ আলম, কলারোয়া থানার পরিদর্শক (তদন্ত) জেল্লাল হোসেন প্রমুখ।
এসময় স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের আরএমও ডাক্তার শফিকুল ইসলাম।
ইউএইচ এন্ড এফপিও ডাক্তার জিয়াউর রহমান জানান, 'এদিন সকাল পর্যন্ত করোনা ভাইরাস প্রতিষেধক টিকা গ্রহণের জন্য কলারোয়ায় ১৬৩ জন ব্যক্তি নাম নিবন্ধিত করেছেন। এ টিকাদান কার্যক্রম প্রতিদিন চলবে বিকেল ৩টা পর্যন্ত।'
তিনি আরো বলেন, 'প্রত্যককে দুইটি টিকা দিতে হবে। প্রথম টিকা দেওয়ার ২৮ দিন পর আরো একটা টিকা দিতে হবে।'
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]