দেবহাটা প্রতিনিধি: দেবহাটার সখিপুর মৌজার ৯৩ শতক জমি ডিক্রী প্রাপ্ত হয়ে মালিকানা পেলেন জব্বার বিশ্বাস। গত ২০২৩ সালের ১৯ অক্টেবর আদিম মোর্কদ্দামা ডিক্রী দেওয়ানী কার্যবিধি আইনের ২০ নং অর্ডার ৬ ও ৭ নং রুল ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল সাতক্ষীরা এ রায় দেন।
যার মামলা ১০০/২০২২, এ আদেশে সখিপুর মৌজার ৫৪৩৭ দাগের ৯৩ শতক জমির মালিক আলহাজ্ব জব্বার বিশ্বাস। এর আগে ওই জমিটি নিয়ে আদালতে মামলা চলমান ছিল। সাতক্ষীরা জেলা জজ কোটের এ্যাডভোকেট শুভংকর রায় এ রায়ের বিষয়ে বিবাদী মৃত মীর রশিদুল হোসেনের ছেলে মীর লুৎফর হোসেনকে লিগাল নোটিশ প্রদান করে।
এতে উল্লেখ করা হয়েছে যে, গত ৭ ফ্রেব্রæয়ারী ১৯৯০ সালে সখিপুর সাব-রেজিষ্ট্রী অফিস হইতে ৬৪৪ নং রেজিষ্ট্রী মুক্ত দলিল ম‚লে তফশীল ভ‚ল ক্রটি প্রাপ্ত হয়। পরে গত ইং ১৯৯৮-৯৯ সালের ৬৬ (ওঢ-১) নং খতিয়ানে ও হাল সমীপের ডিপি ১৬৪৯ নং খতিয়ানে ও হাল জরীপের ১৬৪৯ নং খতিয়ানে স্বনামে রেকর্ড প্রস্তুত করে সরকারি করাদি হাল সন নাগাদ আদায় করে।
একই সাথে স্বত্ববান ও দখলীকার থাকা অবস্থায় গত ০৫-০১-২০১২ তাং এর ৩৪ নং রেজিষ্ট্রীকৃত আম মোক্তার নামা দলিল সম্পাদন করা হয়। পরবর্তীতে জব্বার বিশ্বাসকে মীর লুৎফর হোসেন গত ইং ১১/০৬/২৩ তারিখে ১০০/২২ নং মোকদ্দমায় বিজ্ঞ ল্যান্ড সার্ভে ট্রাইবুনাল আদালত আপোষ মিমাংসার মাধ্যমে তফশীল বর্ণিত সম্পত্তি হস্তান্তর করে দেয়।
সে কারণ মীর লুৎফার হোসেন গত ইং ০৫-০১-২০১২ তারিখ হতে সম্পাদিত ৩৪ নং রেজিষ্ট্রীকৃৃত আম মোক্তার নামা দলিলটি বাতিল হয়ে যায়। এতে ওই জমির আর কোন মালিক বা দাবিদার না থাকায় আদালত জব্বার বিশ্বাসের পক্ষে রায় প্রদান করে।
উল্লেখ্য যে, দেবহাটা উপজেলার সখিপুর মৌজার এসএ ৭৩৮,৫৫৬ ও ১১ নং খতিয়ান খারিজ মতে ৫৫৬/১ নং খতিয়ানে বি.আর এস ১৬৪৯ নং খতিয়ানে এস এ দাগে-৮৭২, বি.আর এস দাগে ৫৪৩৭, মোট জমি ৯৩ শতক জমির মালিক জব্বার বিশ্বাস।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]