অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও উপদেষ্টাদের শপথ অনুষ্ঠানে যোগ দেননি প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল ও চার নির্বাচন কমিশনার।
পুলিশ না থাকায় নিরাপত্তা না থাকায় ওই অনুষ্ঠানে তারা অংশ নেননি বলে ইসি সচিবালয় জানিয়েছে। যদিও তাদেরকে এ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়।
এ বিষয়ে জানতে চাইলে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের একান্ত সচিব রিয়াজ উদ্দিন রাতে বলেন, স্যাররা (নির্বাচন কমিশনারগণ) দাওয়াত পেয়েছেন। তাদের নিরাপত্তায় পুলিশ নেই। শুধু গাড়িচালক নিয়ে সিইসি স্যার ও আহসান হাবিব স্যার (বৃহস্পতিবার) অফিসও করেছেন। কিন্তু পুলিশের নিরাপত্তা না থাকায় স্যারদের শপথ অনুষ্ঠানে যাওয়া হয়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন নির্বাচন কমিশনার জানান, নিরাপত্তাজনিত বিষয় ছাড়াও আরও কিছু কারণে তারা ওই অনুষ্ঠানে অংশ নেননি। তবে ওই কারণ জানাতে অপারগতা প্রকাশ করেন।
সূত্র: যুগান্তর
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]