সর্বভারতীয় মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (মিম) দলের সভাপতি আসাদউদ্দিন ওয়াইসি মঙ্গলবার লোকসভার সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন। শপথ শেষে ফিলিস্তিনের জন্য জয়ধ্বনি করে তিনি বলেন, জয় ভীম, জয় মিম, জয় তেলেঙ্গানা, জয় ফিলিস্তিন, আল্লাহু আকবর!
ডহিস ভারতের সংসদে শপথ নেওয়ার পর ফিলিস্তিনের জন্য জয়ধ্বনি করা নিয়ে ইতোমধ্যেই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। সেই সঙ্গে চলছে বিতর্কও।
এদিন বিজেপির এমপি ছত্রপাল সিং গঙ্গোয়ার তার শপথ শেষে বলেন, জয় হিন্দু রাষ্ট্র, জয় ভারত। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, মিম প্রধান আসাদউদ্দিন ওয়াইসির ‘জয় ফিলিস্তিন’ মন্তব্যের প্রতিবাদেই পাল্টা জবাব দিলেন বিজেপি এমপি। অনেকে বলছেন, ওয়াইসির মন্তব্যের মোক্ষম জবাব দিয়েছেন ছত্রপাল।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমেও এ নিয়ে চলছে নানা সমালোচনা। এএনআইয়ের পোস্ট করা তার ওই ভিডিওতে নানা প্রশ্ন তুলেছেন অনেকে। একজন লিখেছেন, তিনি প্যালেস্টাইনে গিয়ে থাকেন না কেন?
অপর একজন লিখেছেন, এটা অত্যন্ত আপত্তিকর। গোটা দেশ ভ্রাতৃত্ববোধে বিশ্বাস করেন। ওয়াইসি জয় ভারত বলতে পারেন না। তিনি বলেন, জয় প্যালেস্টাইন।
আরেকজন লিখেছেন, কারা তাকে ভোট দিয়েছেন? গাজার লোকজন, নাকি ভারতের লোকজন।
অপর একজন লিখেছেন, প্যালেস্টাইনের লোকজন আপনাকে ভোট দিয়ে জেতাননি। এ দেশের মানুষ আপনাকে ভোট দিয়েছেন। তাদের কথা বলুন।
সূত্র: হিন্দুস্তান টাইমস
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]