শপথ নিলেন কলারোয়া পৌরসভার নির্বাচিত জনপ্রতিনিধিগণ।
বৃহষ্পতিবার (১ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে খুলনা বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে ওই শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কলারোয়া পৌরসভার নবনির্বাচিত মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, সাধারণ ওয়ার্ডের ৯জন কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা ওয়ার্ডের ৩জন কাউন্সিলর শপথ নেন। শপথ নেয়ার মধ্য দিয়ে দায়িত্বে আসলেন জনপ্রতিনিধিরা।
শপথ বাক্য পাঠ করান খুলনা বিভাগীয় কমিশনার মো. ইসমাইল হোসেন।
শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম, কলারোয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপনসহ খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ের কর্মকর্তারা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]