শপথ নিয়েছেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য বগুড়া-১ আসনের সাহাদারা মান্নান এবং যশোর-৬ (কেশবপুর) আসনের মো. শাহীন চাকলাদার।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদ ভবনের শপথ কক্ষে দুই সংসদ সদস্যকে শপথ বাক্য পাঠ করান।
শপথ অনুষ্ঠানে সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী ও হুইপ ইকবালুর রহিম উপস্থিত ছিলেন।
জাতীয় সংসদের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান শপথ অনুষ্ঠান সঞ্চালনা করেন।
এসময় বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
সংসদ সচিবালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, করোনা সংক্রমণ প্রতিরোধে নির্দেশিত শারীরিক দূরত্ব বজায় রেখে ও কঠোর সতর্কতা মেনে দুজন নবনির্বাচিত সদস্যকে শপথ পাঠ করান স্পিকার।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]