ফিরোজ হোসেন, সাতক্ষীরা: বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্টে জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকালে সাতক্ষীরা শহরের রাধানগর এলাকায় জেলা ছাত্রদলের আয়োজনে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা জেলা ছাত্র দলের সাবেক সভাপতি শেখ শরিফুজ্জামান সজীব এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মুনজুরুল মোরশেদ মিলন, সাবেক সাংগঠনিক সম্পাদক এস কে এম আবু রায়হান, যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হোসেন রাজা, তুহিনুর রহমান তুহিন, খালিদ হোসেন সুমন, সাজীদ মাহমুদ, সাতক্ষীরা পলিটেকনিকের আহবায়ক মিজানুর রহমান, সরকারি কলেজ ছাত্র দলের আহবায়ক আসিফ মাহমুদ রিপন, সদর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ফরান মাসুক, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক হেলাল হোসেন, ছোট বাবু প্রমুখ।
এসময় জেলা উপজোলাসহ বিভিন্ন শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, জেলা ছাত্রদেলর সাবেক সিনিয়র সহ সভাপতি মনজুরুল মোরশেদ মিলন।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এস কে এম আবু রায়হান।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]