বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে সাতক্ষীরার কলারোয়ায় বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ মে) দুপুরে পৌরসভার হলরুমে ওই সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও সাতক্ষীরা-১ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।
সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য আব্দুর রশিদ মিয়ার সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ রইছউদ্দীন ও ইব্রাহিম হোসেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আশরাফ হোসেন, শেখ আব্দুল কাদের বাচ্চু ও অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ শরীফুজ্জামান তুহিন, বিএনপি নেতা রবিউল ইসলাম, শহীদুল ইসলামসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভা পরিচালনা করে উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ তামিম আজাদ মেরিন।
সভায় যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার ঘোষক, সাবেক সেনা প্রধান, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালনের সিদ্ধান্ত ও বিভিন্ন কর্মপন্থা গ্রহণ করা হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]