শান্তিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় চলতি বছর নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়েছে এক মানবাধিকার কর্মী ও দুই মানবাধিকার সংস্থাকে।
শুক্রবার বাংলাদেশ সময় বিকেল ৩টায় নরওয়ের রাজধানী অসলোতে নোবেল ইনস্টিটিউট শান্তির নোবেল বিজয়ী ব্যক্তি ও সংস্থার নাম ঘোষণা করেছে। শান্তির নোবেল গেল ইউক্রেন, বেলারুশ ও রাশিয়ায়।
এ বছর নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন একজন ব্যক্তি ও দুইটি প্রতিষ্ঠান। ব্যক্তি হলেন বেলারুশের এলস বিয়ালিয়াতস্কি যিনি বেলারুশের মানবাধিকারকর্মী। আর দুই প্রতিষ্ঠান হলো- রাশিয়ার মানবাধিকার সংগঠন ‘মেমোরিয়াল’ এবং ইউক্রেনের মানবাধিকার সংগঠন ‘সেন্ট্রার ফর সিভিল লিবারর্টিস।
নোবেল কমিটির চেয়ারম্যান বলেছেন, ‘বিজয়ীরা শান্তি ও গণতন্ত্রের জন্য নাগরিক সমাজের তাৎপর্য তুলে ধরেছে। তারা ক্ষমতার সমালোচনা এবং নাগরিকদের মৌলিক মানবাধিকার রক্ষার গুরুত্ব প্রদর্শন করেছে।’
বিবিসির খবরে বলা হয়েছে, নোবেল পুরস্কার বিজয়ীদের যুদ্ধাপরাধ, মানবাধিকার লঙ্ঘন এবং ক্ষমতার অপব্যবহারে ঘটনা নথিভুক্ত করার জন্য প্রশংসা করা হয়েছে।
শান্তিতে নোবেলজয়ী নির্বাচনের দায়িত্ব নরওয়েজিয়ান নোবেল কমিটির। সব নোবেল পুরস্কার সুইডেনের স্টকহোম থেকে ঘোষণা দেওয়া হলেও শান্তি পুরস্কার ঘোষণা দেওয়া হয় নরওয়ের অসলো থেকে। কাজটি আলফ্রেড নোবেলের ইচ্ছাপত্র অনুযায়ীই করা হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]