আসন্ন শারদীয় দুর্গোৎসব যথাযথ মর্যাদা ও শান্তিপূর্ণভাবে পালনের লক্ষ্যে কলারোয়ায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ অক্টোবর) উপজেলা প্রশাসনের উদ্যোগে নতুন অডিটরিয়ামে ওই সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জহুরুল ইসলাম।
সভায় আসন্ন দুর্বোৎসব শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নানান প্রস্তুতি ও দিক নির্দেশনামূলক আলোচনা করা হয়।
অনুষ্ঠানে কলারোয়া উপজেলা বিএনপির সহ-সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ রইচ উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুর রকিব মোল্লা ও পৌর বিএনপি'র সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন, উপজেলা জামায়াতের আমির মাওলানা কামরুজ্জামান, জামায়াত নেতা ভারপ্রাপ্ত অধ্যক্ষ আহমদ আলী, পূজা উদযাপন কমিটির সভাপতি হরেন্দ্রনাথ রায়, সাধারণ সম্পাদক সন্তোষ কুমার পাল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহিন ও ফায়ার সার্ভিস, পল্লী বিদ্যুৎ, আনসার-ভিডিপিসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের কর্মকর্তা ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]