শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (০২ অক্টোবর) রাত ৮টায় সাতক্ষীরা সদর সার্বজনীন পূজা মন্দিরের আয়োজনে নারকেলতলা কর্মকার পাড়ায় এলাকায় সদর সার্বজনীন পূজা মন্দির কমিটির উপদেষ্টা অধ্যাপক ভূধর চন্দ্র সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং পুরস্কার বিতরণ করেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু, মালেশিয়া থেকে আগত ভিজে আদায়কালাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শহীদুল ইসলাম, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, সদর সার্বজনীন পূজা মন্দির কমিটির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ড. সুশান্ত ঘোষ, কিশোরী মোহন সরকার, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গণেশ চন্দ্র মন্ডল, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন, জেলা যুব লীগের সিনিয়র সদস্য যুব নেতা মীর মহিতুল আলম মহি, যুব নেতা এ্যাড শেখ তামিম আহমেদ সোহাগ, তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো. আশরাফুর রহমান খোকন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন সদর সার্বজনীন পূজা মন্দির কমিটির উপদেষ্টা দীনবন্ধু মিত্র, সভাপতি গৌর দত্ত, সাধারণ সম্পাদক কিরন্ময় সরকার, সাংগঠনিক সম্পাদক মনোরঞ্জন কর্মকার মন্টু, জেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক মীর শাহীন, নারী নেত্রী জ্যোৎ¯œা দত্ত প্রমুখ।
গীতা পাঠ প্রতিযোগিতায় প্রথম পুরস্কার স্বর্ণ পদক পেয়েছে শ্রেয়ান মজুমদার, দ্বিতীয় পুরস্কার রৌপ্য পদক পেয়েছে অগ্নীব বিশ^াস ও তৃতীয় পুরস্কার রৌপ্য পদক পেয়েছে দীঘি দা।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন স্বদেশ এনজিও’র নির্বাহী পরিচালক মাধব দত্ত ও মন্দির কমিটির সহ-সভাপতি শঙ্কর কুমার রায়।
সাতক্ষীরা সদর সার্বজনীন পূজা মন্দিরের আয়োজনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ শেষে বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি সদর সার্বজনীন পূজা মন্দির পরিদর্শণ করেন। এসময় এমপি রবি মন্দির প্রাঙ্গণে আগত ভক্তদের সাথে শারদীয় শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]