শারদীয় দূর্গোৎসব পরবর্তী আশাশুনি পূজা উদযাপন পরিষদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে আশাশুনি সদর দূর্গামন্দির প্রাঙ্গনে পুনর্মিলনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নীলকণ্ঠ সোম। উপজেলা পূজা উদযাপন পরিষদের সেক্রেটারী রনজিত বৈদ্যের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন পূজা উৎযাপন পরিষদের প্রধান উপদেষ্টা আ’লীগ নেতা রাজ্যেশ্বর দাশ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অসীম বরন চক্রবর্ত্তী, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক সুবোধ চক্রবর্ত্তী, পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক কালিপদ রায়, সমীরন বিশ্বাস, শোভনালী সেক্রেটারী প্রভাষক রবীন্দ্রনাথ সরকার, কুল্যা সভাপতি, প্রধান শিক্ষক পরিমল কুমার দাশ, দরগাহপুর সভাপতি প্রধান শিক্ষক সুধাংশু রাহা, কাদাকাটি নির্বাহী সদস্য এটিও সঞ্জয় রায়, প্রতাপনগর সভাপতি ডাঃ বিনয় কান্তি মিস্ত্রী, সদর সেক্রেটারী মিলন কুমার মন্ডল, বড়দল সভাপতি সুরঞ্জন ঢালী, খাজরা সভাপতি মুক্তিযোদ্ধা দীনেশ চন্দ্র মন্ডল, সদর সাবেক সভাপতি প্রভাষক রতন অধিকারী সহ ১১ ইউনিয়নের পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]