নিজস্ব প্রতিনিধি: শারিরীক প্রতিবন্ধী হয়েও ভিক্ষাবিত্তি না করে রিকশা চালিয়ে পরিশ্রম করে অভাবের সংসার চালাচ্ছিলেন ইটাগাছার মকিম। কিন্তু তার একমাত্র উপার্জনের সেই রিকশা টি হারিয়ে দিশেহারা হয়ে ঘুরছেন প্রতিবন্ধী রিকশা চালক মকিম।
সূত্রে জানাগেছে, সাতক্ষীরা শহরের ইটাগাছা কলনি পাড়ার মৃত সোনা গাজীর ছেলে শহিদুল ইসলাম মকিম জন্ম থেকে শারিরীক প্রতিবন্ধী। মকিমের বামহাত একেবারেই অচল। প্রতিবন্ধী হয়েও তিনি পায়ে চালানো একটি রিকশা চালিয়ে ২ ছেলে, ২ মেয়ে ও স্ত্রীকে নিয়ে ৬ জনের হতদরিদ্র সংসার পরিচালনা করেন। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস গত ২ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে ইটাগাছা মহিলা মাদ্রাসা সড়কে দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকা অফিস সংলগ্ন মোঃ আব্দুর রহিমের বাড়ির সামনে রিকশাটি রেখে বাড়ির ভেতরে যান। কাজ মিটিয়ে ফিরে এসে দেখেন তার রাখা রিকশাটি কে বা কারা চুরি করে নিয়ে গেছে।
শারিরীক প্রতিবন্ধী মকিম বিভিন্ন স্থানে রিকশাটি খুঁজে না পেয়ে বর্তমানে পাগল প্রায়। বর্তমানে প্রতিবন্ধী মকিমের পরিবারে অনাহারে অর্ধাহারে দিন কাটছে। অসহায় মকিম তার উপর্জনের বাহন একটি রিকশা কিনতে সাতক্ষীরা জেলা প্রশাসন ও সমাজের বৃত্তবানদের সহযোগিতা কামনা করেছেন। প্রতিবন্ধী মকিমের কোন মোবাইল ফোন না থাকায় তার সাহায্য পাঠানোর জন্য দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকা অফিসে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]