বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ’র ভারপ্রাপ্ত অধ্যক্ষ উত্তম কুমারের পদত্যাগ চেয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
বুধবার (২৮ আগষ্ট) সকাল ১১টার সময় শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট কলেজের অধ্যেক্ষের বিরুদ্ধে লিখিত অভিযোগ পেশ করে। পরে বিক্ষোভ মিছিল সহকারে যশোর-বেনাপোল মহাসড়ক কিছু সময় অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। “এক দফা এক দাবি, উত্তম তুই কবে যাবি” “স্বৈরাচার দূর্নীতিবাজ প্রিন্সিপ্যাল এর পদত্যাগ চাই” এমনসব শ্লোগানে লেখা ব্যানার এবং প্লাকার্ড নিয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ করে। অধ্যক্ষের দ্রুত পদত্যাগ চেয়ে স্কুল থেকে বিদায় নিতে আল্টিমেটাম দেয় শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা জানায়, অধ্যেক্ষের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। তাই আমরা অধ্যক্ষের পদত্যাগ চাই। কলেজে নিয়োগ বাণিজ্য, উন্নয়ন বরাদ্দের টাকা আত্মসাৎ, রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রতিষ্ঠানের সাধারন শিক্ষকদের নিপিড়নসহ নানা অভিযোগের কথা জানান শিক্ষার্থীরা। #
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]