মোঃ শাহারুল ইসলাম রাজ, শার্শা: যশোরের শার্শার বাগআঁচড়ায় সিএমবি সরকারি জায়গায় অবৈধ দোকান নির্মাণ কাজে বাধা দেওয়ায় জায়গার দোকান মালিক সাংবাদিক জিল্লুর রহমানের উপর ওপর হামলা ও দোকান ভাঙচুর চালিয়েছে দখলকারীরা। (২৮ জানুয়ারি) রবিবার বিকালে দিকে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তি সাংবাদিক জিল্লুর রহমান বলেন, আমার মার্কেট এর ঘরের কাজ চলছিল। আমার মার্কেটের সামনে ঘ্যাস রাখছিলাম। পরবর্তীতে জামির হোসেন ওরফে ভাজা জামির বলছে এখান থেকে ঘ্যাস সরা, তখন আমি জামির কে বলছি কি হয়েছে। তখন জামির আমাকে বলে এখান থেকে ঘ্যাস ইট সরাতে।
কারন কি জানতে চাইলে জামির আমাকে বলে আমি আজ রাতে এখানে দোকান করব। তখন আমি বলি প্রশাসন থেকে তোকে তো নিষেধ করেছে। কিন্তু সেসব কথা না শুনে আমার পরে চড়াও হয় এবং আমাকে ধাক্কাধাক্কি করে আহত করে এক পর্যায়ে আমি প্রতিবাদ করলে আমার দোকান ভাঙচুর করে। সন্ত্রাসী জামিরের সাথে ছিলেন মিজান, ফারুক, কাদের ও ভাইপ রিপন। পরে কিছু পাতি নেতা জামিরের পক্ষ নিয়ে বড় বড় কথা বলে ঘটনাস্থল ত্যাগ করেন।
বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের (ওসি) শহিদুল ইসলাম কে ফোন দিলে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]