“ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন” “শেখ হাসিনার বারতা নারী-পুরুষ সমতা” এই প্রতিপাদ্যে যশোরের শার্শায় বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে বুধবার (৮ মার্চ) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে র্যালী শেষে নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে আলেচনা সভা অনুষ্ঠিত হয়।
শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা নারায়ন চন্দ্র পাল’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহান-ই-গুলশান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লাল্টু মিয়া, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা তৌহিদুল ইসলাম, ব্র্যাক কর্মকর্তা হাসিবুল ইসলাম ও নারী সমাজ কর্মী নুর জাহান রিনা প্রমূখ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]