
বেনাপোল প্রতিনিধি : শার্শায় ১৫পিচ ইয়াবাসহ আব্দুর রহমান বাপ্পি নামে এলাকার চিহ্নিত এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে শার্শা থানার নাভারন দক্ষিন বুরুজ বাগান এলাকা হতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আব্দুর রহমান বাপ্পি দক্ষিন বুরুজ বাগান গ্রামের মাদকের আড়ৎদার খ্যাত জয়নাল আবেদীনের ছেলে এবং এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে শার্শাসহ বিভিন্ন থানায় ৭টি মাদক মামলা রয়েছে।
পুলিশ জানায়, শার্শা থানা পুলিশের এসআই শরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে একটি টিম শার্শা থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে শনিবার রাতে শার্শা থানাধীন দক্ষিন বুরুজ বাগান এলাকা মাদক ব্যবসায়ী আব্দুর রহমান বাপ্পিকে ১৫ পিচ ইয়াবাসহ আটক করেন।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে শার্শা থানার মামলা নং-১১, তাং-১৬/১১/২০২৫ খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারণির ১০(ক)/৩৮ রুজু করা হয়েছে।
শার্শা থানা পুলিশের অফিসার ইনচার্জ আব্দুল আলিম জানান, মাদক বিরোধী অভিযান পরিচালনা করে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী আব্দুর রহমান বাপ্পিকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে শার্শাসহ বিভিন্ন থানায় ৭টি মাদক মামলা রয়েছে। ধৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]