যশোরের শার্শায় পুলিশ অভিযান চালিয়ে একটি অবৈধ ওয়ান শুটার গানসহ উজ্জল হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
বুধবার (২৫ ডিসেম্বর) সকাল ১১টা দিকে উপজেলার নাভারন বাজার পশুহাট সংলগ্ন এলাকা থেকে এ ওয়ানশুটার গানসহ তাকে আটক করা হয়।
আটক উজ্জল হোসেন উপজেলা নাভারন উত্তর বুরুজবাগান গ্রামের শাহাদাৎ হোসেনের ছেলে।
শার্শা থানার অফিসার ইনচার্জ আমির আব্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকালে নাভারন বাজার পশুহাট সংলগ্ন এলাকায় ওয়ানশুটার গান অস্ত্র নিয়ে উজ্জল অবস্থান করছে। এমন সময় স্থানীয় জনগন তাকে ধরে পুলিশে খবর দেয়।পরে পুলিশ ঘটনাস্থলে এসে উজ্জল আটক করে।পরে তার কাছে থাকা একটি ওয়ান শুটার গান অস্ত্র উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় শার্শা থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে।আটক আসামীকে যথাযথ পুলিশ প্রহরার মধ্যেমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হচ্ছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]