যশোরের শার্শা উপজেলায় বড় ভাই করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়ার ১মাস পর ছোট ভাই করোনায় আক্রান্ত হয়ে খুলনা সিটি হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় ২ আগস্ট দুপুরে মৃত্যুবরণ করেছে।
গত ৩০ শে জুন তার বড় ভাই মোঃ আজিজুর রহমান করোনায় আক্রান্ত হয়ে মারা যান।
মৃত ব্যক্তির নাম, হাফিজুর রহমান তিনি শার্শা উপজেলার রঘুনাথপুর গ্রামের মান্নান গাজীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে রঘুনাথপুর ওয়ার্ড যুবলীগের সেক্রেটারি ছিলেন।
বাহাদুরপুর ইউনিয়ন চেয়ারম্যান
মিজানুর রহমান জানান। মৃত হাফিজুর রহমান প্রথমে করোনা আক্রান্ত হয়ে বাড়িতে চিকিৎসা নিচ্ছিলেন। কিন্তু তার শ্বাসকষ্ট বৃদ্ধি হলে প্রথমে যশোর হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরবর্তীতে তার শারীরিক অবস্থার অবনতি হলে খুলনা সিটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২আগষ্ট সে মারা যায়।
এর আগে করোনায় আক্রান্ত হয়ে তার বড় ভাই আজিজুর রহমান মারা যায়। এক মাসের ব্যবধানে দুই ভাইয়ের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ইউসুফ আলী জানান। নিহতের মরাদেহ যাতে স্বাস্থ্যবিধি মেনে দাফন করা হয় তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]