যশোরের শার্শায় বাংলাদেশ জামায়াতে ইসলামী’র উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ অক্টোবর) আসরের নামাজের পর নাভারণ বাজার কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে নাভারণ-সাতক্ষীরা মোড়ে এসে সমাবেশে রূপ নেয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলার জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আজীজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন শার্শা উপজেলা আমীর অধ্যাপক ফারুক হাসান। অনুষ্ঠানটি পরিচালনা করেন শার্শা থানা জামায়াতের সেক্রেটারি মো. জাহাঙ্গীর আলম।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা হাবিবুর রহমান, যুব বিভাগের সভাপতি আবুল কালাম আজাদ, কর্মপরিষদ সদস্য এনামুল হক, মকবুল হুসাইন, মাসুদ পারভেজসহ স্থানীয় বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীরা।
প্রধান অতিথি মাওলানা আজীজুর রহমান বলেন, আমরা কারও চোখ রাঙানোকে ভয় করি না। যারা জনগণের গণতান্ত্রিক আন্দোলন দমন করতে চায়, তারা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে। সত্য ও ন্যায়ের পথে আল্লাহর সাহায্য আমাদের সঙ্গেই রয়েছে।
তিনি আরও বলেন, দেশের মানুষ আজ পরিবর্তন চায়, ন্যায়বিচার চায়। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে হলে ঐক্যবদ্ধ গণআন্দোলনের বিকল্প নেই।
শার্শা উপজেলা আমীর অধ্যাপক ফারুক হাসান বলেন, জামায়াতে ইসলামী সবসময় জনগণের অধিকার আদায়ের আন্দোলনে বিশ্বাসী। আমরা কোনো বিশৃঙ্খলা চাই না, বরং শান্তিপূর্ণ গণতান্ত্রিক পরিবেশ চাই। সরকার যদি জনগণের কণ্ঠরোধের চেষ্টা করে, তবে জনগণই তার জবাব দেবে।
বক্তারা বলেন, দেশে আজ ন্যায়বিচার, মানবাধিকার ও গণতন্ত্র চরমভাবে অবরুদ্ধ। ভিন্নমতের মানুষকে দমন করা হচ্ছে। তারা অবিলম্বে জনগণের ভোটাধিকার নিশ্চিত করা, সকল রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ সৃষ্টি এবং একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরির দাবি জানান।
মিছিল ও সমাবেশে নাভারণ বাজার ও আশপাশের গ্রাম থেকে হাজার হাজার নেতাকর্মী অংশ নেন। তারা “ন্যায়বিচার চাই, গণতন্ত্র চাই”, “সত্যের পথে ঐক্যবদ্ধ হোন” এমন শ্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]