বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় পূর্ব শত্রতার জেরে তিষা আক্তার রুমা (২৮) নামে এক গৃহবধূকে পিটিয়ে যখম করেছে প্রতিবেশিরা। ঘটনাটি ঘটেছে রোববার দুপুরে শার্শা উপজেলার সীমান্তবর্তী দাদখালী গ্রামে। আহত গৃহবধূ ঐ গ্রামের মফিজুর রহমানের স্ত্রী। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেছে।
জানা যায়, শার্শা উপজেলার সীমান্তবর্তী দাদখালী গ্রামে মফিজুর রহমানের প্রতিবেশি মানিখার হোসেন এর সাথে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। এরই জের ধরে রোববার দুপুরে বাড়ির পাশে কলের পানি যাওয়া নিয়ে দু’পক্ষের ঝগড়া শুরু হয়।
বিষয়টি নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে আবুল কাশেমের ছেলে মানিখার হোসেনসহ তার স্ত্রী তানজিলা বেগম এবং দুই ছেলে শামিম ও হৃদয় ছুটে এসে মফিজুর এবং তার স্ত্রী তিষা আক্তার রুমাকে বাশের লাঠি দিয়ে বেদম ভাবে মারপিঠ করে। এসময় বাশের লাঠির আঘাতে রুমার মাথা ফেটে যায়। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেছে। আহত রুমার মাথায় সাতটি সেলাই দেওয়া হয়েছে।
শার্শা থানা অফিসার ইনচার্জ কেএম রবিউল ইসলাম জানান, এ ঘটনায় থানায় কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গস্খহণ করা হবে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]