শার্শা (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শার্শা উপজেলা ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে, শার্শা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সবুজ হোসেন খানের নেতৃত্বে নাভারণের বিভিন্ন গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠানে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি ও যশোর-১ (শার্শা) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী আবুল হাসান জহির।
এসময় তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠালগ্ন থেকে মানুষের অধিকার ও গণতন্ত্রের জন্য সংগ্রাম করে আসছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশকে কৃষিনির্ভর ও আত্মনির্ভরশীল করার জন্য যে আন্দোলন শুরু করেছিলেন, আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচি তারই অংশ। আমরা চাই, তরুণ প্রজন্ম পরিবেশ সংরক্ষণে এগিয়ে আসুক, সবুজ বাংলাদেশ গড়ে তুলুক এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অংশগ্রহণ করুক।
এ সময় আরও উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক প্রফেসর মামুনুর রশিদ, যশোর জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, শার্শা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রশিদ ও মোজাফফর উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ওয়াছি উদ্দিন ও মেহেদী হোসেন জনি।
ছাত্রদলের পক্ষে উপস্থিত ছিলেন উপজেলা যুগ্ম আহ্বায়ক লাল্টু হোসেন, আহমদ আলী সোহাগ ও রনি ফরহাদ, সদস্য পিয়াস এবং নাভারণ কলেজ ছাত্রদলের সভাপতি সাজেদুর রহমান সাজু।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]